বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আটকের প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবীতে ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে বাগেরহাটে ১৮ দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
নতুন কোর্ট চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পুরাতন বাজার মোড়ে এসে পথ সভা করে। ১৮ দলের বাগেরহাটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জোটের সদস্য সচিব ও জামায়াতের জেলা সেক্রেটারী এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ, জামায়াতে নায়েবে আমির মাওলানা রেজাউল করীম, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম, মোজাফফর রহমান আলম,মেহেবুবুল হক কিশোর, সুজাউদ্দীন মোল্লা (সুজন), হাফেজ আজমল হোসাইন প্রমুখ।
সামবেশ থেকে অবিলম্বে সকল কারাবন্দি নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রতাহার এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা পূনর বহলের দাবি করা হয়। অন্যথা কঠোর কর্মসুচীর মাধ্যমে সরকারের পতন ঘটানর অঙ্গিকার ব্যাক্ত করেন নেতা কর্মীরা।
এদিকে প্রথম দিনের ন্যায় ২য় দিনও শান্তি পূর্ণভাবে হরতাল পালিত হয়েছে বাগেরহাটে। দোকান-পট ও যান চলাচল ছিল খুবই কম।