নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের কচুয়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর পাঁচটার দিকে উপজেলার ধোপাখালী ইউনিয়নে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই নারীর বয়স ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনিশংকর পাইক বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ওই নারী এক সপ্তাহ আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন। তাঁর জ্বর ও গলা ব্যথা ছিল। বৃহস্পতিবার ভোরে অসুস্থ ওই নারী মাধবকাঠি গ্রামে নিজ বাড়িতে মারা যান।
স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ওই নারীসহ পরিবারের চারজন এবং আশপাশের আরও দুজনের নমুনা সংগ্রহ করেছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিৎ দেবনাথ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, মারা যাওয়া ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। যেহেতু জ্বর, গলা ব্যাথা ছিল আমরা সতর্কতার সাথে তার দাফন সম্পন্ন করেছি।
নিহতের বাড়িসহ আশপাশের ১৮টি বাড়ির লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সংগৃহীত নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।
এসআই/আইএইচ/বিআই/১৪ মে, ২০২০