সংস্কার অভাবে মারাত্মক ঝুঁকিপূর্ন হয়ে পড়ে রয়েছে বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নে ৪টি কাঁঠের ব্রীজ।
ব্রীজগুলো হচ্ছে (কাফুরপুরা-পারকোড়ামারা) কাফুরপুরা মাদ্রাসা সংলগ্ন ব্রীজ, মাদ্রাসার পার্শ্বে কাপুরপুরা মসজিদ সংলগ্ন ব্রীজ। কাফুরপুরা-সাহেবার স্কুল সংলগ্ন ব্রীজ। কাফুরপুরা কলেজের পূর্বদিকে, কাফুরপুরা-পারকোড়ামারা মাদ্রাসা সংলগ্ন ব্রীজ।
সরেজমিনে ঘুরেদেখা যায়, ব্রীজ গুলোর চরম বেহাল দশা। যান চলাচল সম্পূর্ন অনুপযোগী এগুল।
অধিকাংশ ব্রীজের কাঠ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। কনক্রিটের স্লাবগুলো ভেঙ্গে ব্রীজে বড় ফাঁকা তৈরী হয়ে রয়েছে। এলাকাবাসী ব্রীজের উপর বাঁশ দিয়ে সাকো তৈরী করে দিয়েছে। ব্রীজগুলো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক হওয়ায় ছাত্র ছাত্রীসহ সাধারণ পথ যাত্রীদের অত্যাধিক ঝুঁকি নিয়ে ব্রীজগুলো পার হতে হয়। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা অতিসত্বর এ বিষয়েস সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।