ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রখ্যাত সাহিত্যক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক আনিসুল হকের বিরুদ্ধে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাট শহরের সদর হাসপাতাল রোডের বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু জাফর বাগেরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট স্বপন সরকারের আদালতে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।
মামলার বাদী আবু জাফর তার আরজিতে বলেন, “চলতি বছরের ২৮ মার্চ আমার দেশ পত্রিকার প্রথম পাতায় পবিত্র কুরআন অবমাননা করে আনিসুল হকের গদ্য কার্টুন শিরোনামে সংবাদটি দেখে আনিসুল হকের সঙ্গে আমি নিজে মোবাইল ফোনে কথা বলি। আনিসুল হক ওই গদ্য কার্টুনটি তার লেখা বলে স্বীকার করেন। এরপর আমি আনিসুল হক রচিত গদ্য কার্টুনের প্রকাশক সন্দেশ প্রকাশনী কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলি এবং মূল প্রকাশনার কপিসহ যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে এই মামলা করি।”
মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও স্টাফ রিপোর্টার আহম্মেদ বাসির সহ স্থানীয় ৭ জনকে স্বাক্ষী করা হয়েছে। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট নূর মোহাম্মদ ও এ্যাড. আবুল কালাম আজাদ।