ইউএনবি
বাগেরহাটের মোংলায় নদীর পাড় থেকে ৪৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) রাত ১১ টার দিকে মোংলা উপজেলার মোংলা নদীর পাড়ে বাগেরহাট জেটি এলাকা থেকে ওই চাল উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মোংলা নদীর তীরের বাগেরহাট জেটি এলাকা থেকে ওই চাল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজনের একদল কালোবাজারি নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। ১৬টি বস্তায় ওই চাল ছিল।
পুলিশের ধারণা, কালোবাজারিরা ট্রলারযোগে সরকারি ওই চাল মোংলায় আনছিল।
ওসি জানান, একটি ট্রলার থেকে ওই চাল নদীর পাড়ে তোলার পর ট্রলারটি দ্রুত চলে যায়। উদ্ধার করা চাল থানায় রাখা হয়েছে।
এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে বাগেরহাটে সদরের হাকিমপুর থেকে ১২০ কেজি সরকারি চালসহ একব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত রোববার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রাম থেকে এই চাল উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে হাকিমপুর গ্রামের ইস্রাফিল শিকারীকে আটক করেছে পুলিশ।
ইস্রাফিলের দাবি, তাঁর এক শ্যালক যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে গোপালগঞ্জে চাল নিয়ে যাওয়ার পথে চার বস্তা চাল ফকিরহাট উপজেলার নওয়াপাড়ায় নামিয়ে রেখে যায়। সেখান থেকে সে ভ্যানযোগে সে এই চাল নিয়ে আসে।
উদ্ধারকৃত ওই চাল বাগেরহাটের কোন খাদ্য গুদামের নয় জানিয়ে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার বলেন, বাগেরহাট খাদ্য গুদামের প্রতিটি বস্তায় আলাদা সীল আছে। এই চালের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
এসআই/আইএইচ/বিআই/১৪ এপ্রিল, ২০২০