শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।
এত শহরের বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
পরে শহরের স্বাধীনতা উদ্যানে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এছাড়াও চিত্রাঙ্কণ প্রতিযোগীতা ও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এজি/আইএইচ/বিআই/১১ জানুয়ারি, ২০২০