শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে ‘ভূমিহীনদের অধিকার’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহরের দশানী এলাকার একটি হোটেলের সভাকক্ষে বেসরকারি সংস্থা আইআরভি আয়োজিত ওই মতবিনিময় সভায় সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাগেরহাট পিপলস কমিশনের সভাপতি অধ্যক্ষ সইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জনকন্ঠের সাংবাদিক বাবুল সরদার, প্রথম আলোর ইনজামামুল হক, দৈনিক জন্মভূমির সোহরাব হোসাইন, দৈনিক প্রবাহের মো. খলিলুর রহমান সুমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কেবল সরকারিভাবেই নয়। এখন নানা প্রকল্প আর উদ্যোগের নামে বিভিন্ন শিল্প কারখানা, ব্যক্তি প্রতিষ্ঠান যত্রতত্র জমি কিনছে। অনেক ক্ষেত্রে জোর করে; চাপ প্রয়োগ করেও জমি নিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। কৃষি জমি নষ্ট হচ্ছে।
আমাদের প্রধানমন্ত্রীও যেকোন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি জমি অধিগ্রহণ না করতে বলেছেন। কিন্তু তাঁর আহ্বান সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছেনা।
সরকারের খাস জমি বরাদ্দের ক্ষেত্রে ভূমিহীন জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারিভাবে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যৌক্তিক ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও তাদের ক্ষতিপূরণ প্রদান প্রক্রিয়া সহজীকরণ করতে হবে।
এসআই/আইএইচ/বিআই/৩১ ডিসেম্বর, ২০১৯