নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাংলাদেশের চলচ্চিত্রের সুনামধন্য ফটোগ্রাফার রফিকুল ইসলাম রুস্তুম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রফিকুল ইসলাম চিতলমারী উপজেলার আদীখালি গ্রামের বাসিন্দা।
হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, চুপি চুপি, পদ্মা নদীর মাঝিসহ অসাংখ্য কালজয়ী বাংলা চলচিত্রের ফটোগ্রাফার ছিলেন রফিকুল ইসলাম।
চলতি মাসের শুরুতে স্ট্রোক জনিত কারণে হটাৎ অসুস্থ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
বুধবার সকালে আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
দীর্ঘ জীবণ চলচিত্র চিত্রগ্রাহক হিসেবে কাজ করার পর মাটির মায়ায় তিনি গ্রামে ফিরে আসেন। পরিবার নিয়ে গ্রামে বসবাস শুরু করেন। পাশাপাশি কাজ করতেন চিত্র সাংবাদিক হিসেবে। কাজের স্বকৃতি সরুপ পেয়েছেন বিভিন্ন সম্মানা। সবশেষ ২০১৭ সালে ফটোগ্রাফিতে অবদানের জন্য জেলায় শিল্পকলা একাডেমি পুরস্কার পান তিনি।
এসআই/আইএইচ/বিআই/২৫ ডিসেম্বর, ২০১৯