রবিবার মধ্যরাতে বাগেরহাটের মোরেলগঞ্জের দক্ষিন চিংড়াখালী গ্রামের মিজানুর রহমান মীরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় বাড়িতে ছিলেন না গৃহকর্তা মিজানুর রহমান। সর্বশেষ এ ডাকাতির সাথে শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে এক স্কুল শিক্ষিকার।
৭/৮জনের ডাকাত দল সিঁদ কেটে ঘরে ঢুকে মিজানের স্ত্রী ৫২নং পশ্চিম চিংড়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম(২৬) ও তার শ্বাশুড়ী রাবেয়া বেগম (৬০)কে বেঁধে ফেলে।
এরপর আলমিরার চাবি দিতে বিলম্ব করলে ডাকাতরা নুরুন্নাহার ও তার শ্বাশুড়ীকে পিটিয়ে ও টানা হেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায় এবং তাদের শরীর থেকে ২ভরি ওজনের স্বার্ণালংকার ও আলমিরা থেকে নগদ ৪৮হাজার টাকা হাতিয়ে নেয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে।
এ ঘটনায় গুরুতর আহত এক সন্তানের জননী নুরুন্নাহার বেগমকে সোমবার সকালে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পোলেরহাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ নিয়ে গত এক সপ্তাহে মোরেলগঞ্জে চেতনা নাশক -স্প্রে দিয়ে ৭ লক্ষ টাকার মালামাল লুট সহ দুটি ডাকাতির ঘটনা ঘটেছে।