শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট শহরের একটি বাড়িতে অভিযানে ১০২টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের মুনিগঞ্জ এলাকার সরকারি মহিলা কলেজ সড়কের একটি বাড়িতে অভিযানকালে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আসাদুজ্জামান ওরফে ডাবলু (৪০) শহরের মহিলা কলেজ সড়কের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আরিফুজ্জামান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শহরের মুনিগঞ্জ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। অভিযানকালে বাড়িটিতে তল্লাশির সময় আসাদুজ্জামানের শয়নকক্ষের একটি ওয়ারড্রব থেকে ১০২টি ইয়াবা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সদস্যরা।
এসময় আসাদুজ্জামানের গ্রেপ্তার করা হয়। তিনি ইয়াবা রাখার কথা স্বীকারও করেন।
গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।
এসআই/আইএইচ/বিআই/২৫ নভেম্বর, ২০১৯