বাগেরহাটের কচুয়ায় এক রাতে ৪টি সরকারি অফিসসহ ৬টি প্রতিষ্ঠানে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।
রোববার গভীর রাতে উপজেলা পরিষদ কমপ্লেক্স ও তার অদূরে ছয়টি প্রতিষ্ঠানে চুরির ঘটনাকে ‘রহস্যজনক’ বলে উল্লেখ করেছেন কচুয়া থানার ওসি জি জি বিশ্বাস বলেন, রাতে উপজেলা পরিষদের ভেতরে বিভিন্ন দপ্তরের পাঁচ নৈশ প্রহরী ও অফিসরক্ষক দায়িত্বে ছিলেন। তার মধ্যে এ ঘটনা কীভাবে ঘটল তা বোঝা যাচ্ছে না।
উপজেলা পরিষদের সীমানার ভিতরে উপজেলা প্রকৌশল দফতর, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর, উপজেলা সাবরেজিস্ট্রার এর কার্যালয়, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় এবং উপজেলা পরিষদের অদূরে কচুয়া দাখিল মাদ্রাসা ও কচুয়া মডেল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আলমারীর তালা ভেঙে বিভিন্ন নথি তছনছ করা হয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম জানান, মূল্যবান কোন নথি নষ্ট করতে ‘পরিকল্পিতভাবে’ এ ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠক হয়েছে।
তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে চুরি হয়েছে সেসব প্রতিষ্ঠানের প্রধানকে খোয়া যাওয়া জিনিসের তালিকাসহ লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।