নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কে ফকিরহাট উপজেলায় শ্যামবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যশোর থেকে কয়েকটি মোটরসাইকেল করে মোংলা পোর্ট ঘুরতে এসেছিলেন একদল যুবক। তাঁরা মোংলা ঘুরে ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার আরোবপুর ইউনিয়নের পোলেরহাট গ্রামের আনারুল ইসলামের ছেলে আরিফুজ্জামান লিটন (২২) ও একই গ্রামের হান্নান শেখের ছেলে তুহিন শেখ (২৭)। এদের মধ্যে লিটন যশোর এমএম কলেজের শিক্ষার্থী।
দুর্ঘটনায় নিহত একজনের শরীর থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনায় অপর একটি মোটরসাইকেলের আরোহী রানাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, যশোর থেকে চারটি মোটরসাইকেলে করে ৮ বন্ধু মোংলা বন্দর ঘুরে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনার শিকার হন। হতাহতদের বয়স ২৭ থেকে ৩০ এর মধ্যে।
মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এদিকে পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ খুলনা থেকে মোংলাগামী একটি গরু বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
ওসি জানান, গরুবাহী পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন।
এজি/এসআই/বিআই/১ নভেম্বর, ২০১৯