অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ ৩ ডাকাতকে আটক করেছে বাগেরহাট সদর থানা পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের মিলন শেখের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, ফেনসিডিল ও গাঁজা। এ সময় তিন জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিলন শেখ (৩০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে শাহাদাত আলী পঞ্চায়েত (৩২), একই উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩২)।
বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আটক মিলন একজন অস্ত্র তৈরির দক্ষ কারিগর, তার বাবা ফজলু শেখও বনদস্যু ছিলেন।। তিনি ৩ থেকে ৫ হাজার টাকায় প্রতিটি আগ্নেয়াস্ত্র বিক্রি করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শাহাদাত পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন থানায় ব্যাংক ডাকাতি, হত্যাসহ অন্তত ৮টি মামলার পলাতক আসামি।শাহাদাত মিলনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনতে এসেছিলেন। এসব অস্ত্র তিনি সুন্দরবনের বনদস্যুদের কাছে বিক্রি করেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। অপর আটক কৃত ফারুক শাহাদাতের দেহরক্ষী বলে তিনি জানান।