স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের দড়াটানা সেতু থেকে নামার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে গেছে। এতে নারী-শিশুসহ অন্তত ৩৫ বাসযাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে খুলনা-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি পিরোজপুর থেকে খুলনা যাচ্ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, পিরোজপুর থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস বাগেরহাট সদরের দড়াটানা সেতু থেকে নামার সময় সড়কের টোল প্লাজার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ডানপাশ দিয়ে উল্টে সড়কের নিচে খাদে পড়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, দুর্ঘটনায় বাসের প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন। তবে কেউ নিহত হয়নি। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএইচ//এসআই/বিআই/২৬ জুলাই, ২০১৯