প্রচ্ছদ / খবর / ছাত্রলীগ ধরতে গিয়ে হামলায় আহত পুলিশের ওসিসহ ৩

ছাত্রলীগ ধরতে গিয়ে হামলায় আহত পুলিশের ওসিসহ ৩

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রলীগ নেতাকে ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের একটি দল।

বুধবার দিনগত রাত ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে ওই ঘটনা ঘটে। অবশ্য পুলিশ মীর বনি আমীন (২৮) নামের ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হামলার ঘটনায় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আটক বনি আমীন (২৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।

পুলিশ জানায়, বনি আমীন রাজধানীর মীরপুর থানা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিলেন। সাম্প্রতি সময় বনি বানিয়াখালী গ্রামে আসেন। সেখানে তাঁর কাছে অনেক লোকজন যাওয়া আসা করতেন।

আটকের পর তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বনি আমীনকে বাগেরহাট আদালতে তোলা হয়। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হামলার ঘটনায় আহত অপর দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. শাহীন খান ও এএসআই রবিউল ইসলাম। আহতরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ছাত্রলীগ নেতা মীর বনি আমীন বানিয়াখালী গ্রামের হারুণ অর রশীদের বাড়ির ছাদে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য আমরা অভিযানে যাই। এ সময় কিছু বুঝে ওঠার আগেই একদল লোক আমাদের উপর হামলা চালায়। এতে আমি ও আমার দুই সহকর্মী আহত হন। তবে আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে আটকে সক্ষম হই।

হামলার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে জানিয়ে ওসি আরও বলেন, আটক মীর বনি আমিনসহ পালিয়ে যাওয়া ৪-৫ জনকে আসামি করে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) রাম উত্তম। ওই মামলায় আদালতের মাধ্যমে বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই/আইএইচ/বিআই/২৬ ডিসেম্বর, ২০২৪

About বাগেরহাট ইনফো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.