প্রচ্ছদ / আরও... / ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড’ পেলেন হায়দার আলী বাবু

‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড’ পেলেন হায়দার আলী বাবু

নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম


বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র’ পেলেন বাগেরহাটের শেখ হায়দার আলী বাবু।

৫ নভেম্বর, সোমবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ আনুষ্ঠানিক ভাবে হায়দার আলী বাবুর হাতে এই পদক তুলে দেন।

বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু প্রায় ৪০ বছর ধরে স্কাউটিং এর সাথে সম্পৃক্ত। দীর্ঘ দিন বাগেরহাট জেলা স্কাউটসের কমিশনার ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় স্কাউটিং সম্প্রসারণ ও উন্নয়নে অনবদ্য অবদান রাখার জন্য তাঁকে রৌপ্য ব্যাঘ্র প্রদান করা হয়।

হায়দার আলী বাবু বাংলাদেশ স্কাউটসের লীডার ট্রেইনার। ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবে এরআগে তিনি মেডেল অব মেরিট, দ্বিতীয় সর্বোচ্চ ‘রৌপ্য ইলিশ’ পদক অর্জন করেন।

বিজ্ঞপ্তি//এসআই/বিআই/০৫ নভেম্বর, ২০১৮

About ইনফো ডেস্ক