স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহদাত হোসেন (৩৪) নামের এক বাসের হেলপার (চালকের সহযোগী) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ বাসযাত্রী।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার সীমান্তবর্তী কেন্দুয়া এলাকার বিসমিল্লাহ ফিশ ফিডের সামনে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহত শাহাদত হোসেন খুলনার জেলার রূপসা উপজেলার শ্রীফলতা গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি গ্রীনলাইন পরিবহণের চালকের সহযোগীতা (হেলপার) ছিলেন।
বেপরোয়া গতিতে বাস চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা পুলিশের।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন জানান, খুলনা থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাগেরহাটের শরণখোলাগামী দিদার পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রীণ লাইন পরিবহণের হেলপার ঘটনাস্থলে নিহত হন।
এসময় দুই বাসের আরও অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করলেও চালকদের আটক করতে পারেনি।
এজি//এসআই/বিআই/২২ সেপ্টেম্বর, ২০১৮