স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিন করেছে জেলায় কর্মরত সংবাদকর্মীরা।
শনিবার (১১ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে প্রেসক্লাব। কর্মসূচির সাথে সংহতি জানিয়ে অংশ নেয় ইয়ুথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এবং জাতীয় সাংবাদিক সংস্থা নামে দুটি সংগঠন।
মানববন্ধন থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাম্প্রতি নিরপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন চলাকালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানানো হয় এবং জড়িতদের বিচার দাবি করেন সাংবাদিকরা। বিগত দিনে পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে অসংখ্য সংবাদকর্মী হামলা মামলার শিকার হয়েছেন, নিহত হয়েছেন। সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান জেলায় কর্মরত সাংবাদিকরা।
মানবন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোশারেফ হোসাইন, শেখ আহসানুল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি হেদায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক শওকত হোসেন এবং ইয়ুথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক এস এম শামছুর রহমান প্রমুখ।
এইচ//এসআই/বিআই/১১ আগস্ট ২০১৮