স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট জেলা পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগীতার জন্য একটি পিকআপভ্যান উপহার দিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল)।মঙ্গরবার (১৭ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে পিকআপভ্যানটি হস্তান্তর করেন রামপালে নির্মাণাধীন মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র পান্ডে।
প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র পান্ডে এসময় সাংবাদিকদের বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পে পরিবেশ সুরক্ষার সব দিক বিবেচনায় রেখে সর্বচ্চ কারিগরি প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এটা একটি মডেল গ্রিণ প্রকল্প। আমরা প্রকল্প এলাকার চারপাশে কৃক্ষরোপন করছি।
‘আমরা আশাবাদি ২০২০ সালের মধ্যে প্রকল্পটির প্রথম ইউনিট উৎপাদনে যাবে এবং ২০২১ সারের ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ দ্রুত এগিয়ে চলেছে।’
পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, রামপাল বিদ্যুৎ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, ব্যবস্থাপক (গনসংযোগ) আনোয়ারুল আজিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার প্রমূখ।
এইচ//এসআই/বিআই/১৭ জুলাই ২০১৮