স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট সদরে মাধ্যমিক পর্যায়ের ১০০ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৩ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ছাত্রীদের স্কুলে যাওয়া আসার জন্য ওই সাইকেল দেওয়া হয়।
উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদা আক্তার।
তানজিল্লুর রহমান বলেন, উপজেলা উন্নয়ন তহবিল থেকে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের বাইসাইকেল প্রদানের উদ্যোগ নেয়া হয়। এজন্য উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০০ জন ছাত্রীকে বাছাই করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য বাইসাইকেল খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং উপযোগী যানবাহন। এটি যেমন পরিবেশ বান্ধব, আনন্দদায়ক, তেমনি স্বাস্থ্য সুরক্ষায়ও সহায়ক।
মাধ্যমিক স্তরের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণের এ উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
এইচ/এসআই/বিআই/০৩ জুলাই, ২০১৮