স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা’র বড় বোন ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ জুন) বিকেল সোয়া ৫টায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
ফিরোজা বেগমের স্বামী মরহুম খোন্দকার গিয়াস উদ্দিন ছিলেন বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষক। তার ছোট ছেলে খোন্দকার আসিফ উদ্দিন রাখী শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ। বড় ছেলে খোন্দকার আকমল উদ্দিন সাখীর বাগেরহাট প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পাটরপাড়া গ্রামে। সেখানে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এজি/এইচ/এসআই/বিআই/১১ জুন, ২০১৮