স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (৭ মে) ভোররাতে উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রইস মোল্লা (৩৮)। তিনি বাসের চালক ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা গ্রামে।
আহত ২০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামাল শেখ বলেন, ঢাকা থেকে ৪১ জন যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি। বাগেরহাট-মাওয়া মহাসড়কের পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ওই পরিবহনের চালক রইস মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
আহত হন পরিবহনে থাকা অন্তত ২০ যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এইচ//এসআই/বিআই/০৭ মে ২০১৮