স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপাল উপজেলার দাউদখালী নদীতে পড়ে গিয়ে সাড়ে ৩ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
রোববার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীফলতলা গ্রামের কলিয়ার মাঠের ডোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম হৃদয়। সে শ্রীফলতলা গ্রামের জাকির হোসেনের ছেলে।
নদী তীরে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট অংশ নিয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস কর্মীরা।
শিশু হৃদয়ের মা রহিমা খাতুন বলেন, আমাদের বাড়ি দাউদখালী নদীর তীরে। প্রতিদিনের মত রবিবার আমার ছেলেসহ প্রতিবেশীর আরও দুটি ছেলে মিলে নদীর পাড়ে খেলতে যায়। এসময় হটাৎ নদীর পড়ে ডুবে যায় সে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার সন্ধ্যায় বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, কাঁঁদামাটিতে খেলতে খেলতে একটি শিশু নদীর পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বাগেরহাট সদর, মোংলা ইপিজেট ও খুলনার ডুবুরি দলসহ ৩টি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে।
দাউদখালী নদীর কয়েক কিলোমিটার এলাকায় আমাদের ডুবুরি দল তল্লাশি চালায়। তবে শিশুটির সন্ধান মেলেনি। সন্ধ্যায় আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।
উদ্ধারকারীরা শিশু হৃদয়ের জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছেন। সোমবার (৭ মে) সকালে থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করবেন তারা।
এইচ//এসআই/বিআই/০৬ মে ২০১৮