স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট শহরের যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
বুধবার থেকে শুরু হওয়া ওই অভিযানে ১৭টি ব্যাটারিচালিত ইজিবাইক, একটি মাহেন্দ্র এবং দুটি মোটরসাইকেল জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার, সিফাত উদ্দিন, হিমাদ্রি খীসা ও কামরুল হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন বলেন, সম্প্রতি শহরতলীতে অবৈধ যান চলাচল আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে জনদুর্ভোগসহ দুর্ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে অনিয়ন্ত্রিত ইজিবাইক ও অবৈধ যান চলাচল নিয়ন্ত্রনে বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন।
[adsense_hint]অভিযানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মোটরযান আইন ১৯৮৩ এর ১৬২ ধারায় ৯টি ইজিবাইক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না থাকায় জব্দকৃত ইজিবাইকগুলো বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এরআগে বুধবার ৮টি ব্যাটারিচালিত ইজিবাইক, ২টি মোটরসাইকেল ১টি মাহেন্দ্রেকে জরিমানা করে আদালত।
যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহন, লাইসেন্সহীন ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে শুরু হওয়া জেলা প্রশাসনের এই অভিযান আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার।
এইচ//এসআই/বিআই/২৬ এপ্রিল ২০১৮