প্রচ্ছদ / খবর / মংলা বন্দরে বিদেশী জাহাজে ডাকাতি

মংলা বন্দরে বিদেশী জাহাজে ডাকাতি

মংলার পশুর নদীতে অবস্থানরত এম.ভি. হার্টি ফ্যালকন নামের একটি  বিদেশী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে।
BagerhatNews03.04.13

মঙ্গলবার দিবাগত গভীর রাতে ওই জাহাজের চিফ অফিসার  হু ইয়াং হাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এ  ডাকাতির ঘটনা ঘটে জানা গেছে।

বুধবার সকালে এ ঘটনায় মংলার বাসিন্দা আলম ও আক্কাছসহ অজ্ঞাত ৫জনকে আসামী করে চিফ অফিসার  হু ইয়াং হাই মংলা থানায় একটি অভিযোগ দায়ের  করেছেন। ভিয়েত নামের পতাকাবাহী জাহাজটি মামলা সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘ দেড় বছর ধরে  মংলা বন্দরে আটকা রয়েছে।

হু ইয়াং হাই জানান, ঘটনার দিন রাত  ১১ টায় ৫/৭ জনের একটি ডাকাত দল সশ্রস্ত্র অবস্থায় নৌকা যোগে এসে জাহাজের উপড়ে ওঠে। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে  ১১পিস লাইন ক্যাবেলসহ জাহাজে অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ ডাকাতী করে নিয়ে যায়। পরে জাহাজে উপস্থিত কয়েক জন বাঙ্গালীর মাধ্যমে তিনি দুজনকে চিহ্নিত করে থানায় একটি অভিযোগ দেন।

এব্যাপারে মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ব্যাপারটি  খতিয়ে দেখা হচ্ছে এবং ডাকাতদের  ধরার জন্য জোর চেষ্টা অব্যহত রয়েছে ।

About ইনফো ডেস্ক