মোরেলগঞ্জ ও শরণখোলা করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ মার্চ) দুপুরে জেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে পৃথক এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ উপজেলার হাসেমখাঁর হাট এলাকায় পিকআপ-ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হন অপর আরোহী কবিরুল ইসলাম।
নিহতের নাম সুমন শেখ (২৫)। তিনি মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা এলাকার শেখ নুরুল হকের ছেলে।
আহত কবিরকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মোরেলগঞ্জ থেকে বাগেরহাটগামী একটি পিকআপ ঘটনাস্থলে পৌছে দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন নামে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী কবির আহত হন। তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরআগে, একই সড়কে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নছিমন (টমটম) উল্টে ৬ পূণ্যার্থী গুরুতর আহত হন।
এরা হলেন- গজেন হালদার (৮০), কল্পপনা রাণী (৩০), অনিতা রাণী (৩৫), ভারতী রাণী (৪০) শিমু রাণী (২৬) ও শিপন হালদার (৩০)।
তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আহতদের সবার বাড়ি শরণখোলা উপজেলা ধানসাগর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামে। মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালীর গোপাল সাধুর মেলা ও বারুণী স্নানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, বিপরীত মুখি যান দুটি অতিক্রমের সময় ধাক্কা লেগে নছিমনটি উল্টে যায়। এতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরা ৬ পূর্ণার্থী আহত হয়েছেন।
তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এজি//এসআই/বিআই/৩০ মার্চ, ২০১৮