স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজের ১০০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘সুস্থ দেহ সুন্দর মন- সন্ত্রাস, মাদক ও ইভটিজিং মুক্ত শিক্ষাঙ্গণ’—স্লোগান নিয়ে বৃহস্পতিবার (২২ মার্চ) ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
প্রতিযোগিতা উপলক্ষে কলেজের খেলার মাঠ সাজানো হয় রংবেরঙের বেলুন ও রঙিন কাপড় দিয়ে। সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, কলেজ পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বালনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এরপর শিক্ষার্থীদের শপথবাক্য পড়ান কলেজের অধ্যক্ষ অধ্যাপক অভিজীৎ বসু।
প্রতিযোগিতার ইভেন্টগুলো ছিল দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাঁপ, বিভাগ ভিত্তিক ক্রিকেট, ভলিবল, ফুটবল, হ্যান্ডবল ডাচ্বল প্রভৃতি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মো. মোজাম্মেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক সেখ মোস্তাহিদুল আলম, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। মাদকের ছোবল থেকে রক্ষায় ক্রীড়া মুখী করতে হবে।
এজি//এসআই/বিআই/২২ মার্চ, ২০১৮