স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার এক ইটভাটা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অনুমোদন ছাড়া ইট পোড়ানো অভিযোগে মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের মশিদপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
তিনি জানান, বাগেরহাট সদর উপজেলার মশিদপুর গ্রামের শেখ আবদুর রহমান কোন প্রকার অনুমোদন ছাড়াই ইট তৈরি করছিলেন। স্থানীয় পরিসরে তার ইট পোড়ানোয় এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছিল। অভিযোগ পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়।
পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ওই ইটভাটা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এইচ//এসআই/বিআই/১৩ মার্চ, ২০১৮