স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের অংশ হিসেবে বাগেরহাট শুরু হয়েছে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে শহরের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা।
মেলায় ৩০টি স্টলে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন নিয়ে অংশ নিচ্ছে। মঙ্গলবার বিকেলে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে উপজেলা প্রশাসন আয়োজিত এই বিজ্ঞান মেলা।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদা আক্তার প্রমুখ।
এইচ//এসআই/বিআই/০৫ মার্চ, ২০১৮