স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
আম বয়ানের মধ্যেদিয়ে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপি জেলা ইজতেমা।
ফজরের নামাজের পর তাবলীগ জামাতের বাগেরহাট জেলার শুরা সদস্য মাওলানা ফয়জুল ইসলাম বয়ান শুরু করেন।
তিন দিনব্যাপি ইজতেমায় দেশি-বিদেশি তাবলিগ জামাতের মুরব্বিরা গুরুত্বপূর্ণ ধর্মীয় বয়ান করবেন।
ইজতেমায় যোগ দিতে গেল বুধবার থেকে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেন। এসেছেন দেশের বাইরের বেশ কয়েকটি তাবলিক জামাতের দল। বাগেরহাটের উপজেলাগুলো ছাড়াও পার্শবর্তি জেলা থেকেও আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
জেলা ইজতেমার জন্য প্রায় দুই সপ্তাহ ধরে তাবলীক জামায়াতের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাঠ ও আশপাশে অস্থায়ী ল্যাট্রিন, অজু ও গোছল খানাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি জোহরের নামাজের আগে আখোরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই জেলা ইজতেমা।
এদিকে ইজতেমাকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ইজতেমার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে তিনশতাধিক সদস্য সার্বক্ষণিক নিয়োজিত আছেন। ইজতেমার আয়োজক মুরব্বিদের সঙ্গে সবসময় নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় তল্লাশীসহ সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এইচ//এসআই/বিআই/২২ ফেব্রুয়ারি, ২০১৮