স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মংলা উপজেলা থেকে বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মিলন অধিকারি (৩৮)। তিনি ওই দিগরাজ গ্রামের প্রয়াত বনমালী অধিকারির ছেলে।
উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির কচ্ছপগুলো বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম।
খন্দকার রফিকুল ইসলাম বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই যুবকের বাড়িতে অভিযান চালায়। এসময় ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় আহরণ নিষিদ্ধ কচ্ছপ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
দেশিয় প্রজাতির ওই কচ্ছপগুলোর প্রতিটির ওজন প্রায় পাঁচশ গ্রামের মতো।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেছে, ভারতে পাচারের জন্য বিভিন্ন এলাকা থেকে টাকার বিনিময়ে ওই যুবক কচ্ছপগুলোকে এনে বাড়িতে বস্তাবন্দি করে করে রাখে। এ ঘটনায় মংলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এইচ//এসআই/বিআই/০৬ ফেব্রুয়ারি, ২০১৮