স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৮।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে শহরের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই-এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
এরআগে স্বাধীনতা উদ্যানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে উদ্বোনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের জন্য এই আয়োজন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সরকারি সেবাগুলো সহজিকরণ হয়েছে।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, ড. পুলক দেবনাথ প্রমুখ।