স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাগেরহাটে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ জানুয়ারি) ১৫টি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জোট স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যনারে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন ফেডারেশনের জেলা শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ফেডারেশনের জেলা শাখার চেয়ারম্যান অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কো-চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তী, প্রধান সমন্বয়কারী এস.এম আকরাম হোসেন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন শেখ, মো. কোহিনূর রহমান প্রমুখ।
আন্দোলনরত শিক্ষরা বলেন, বেসরকারি শিক্ষকরা সব দিক থেকে বঞ্চিত। শুধু আর্থিক নয়, মর্যাদার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই বৈষম্য দূর করতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এইচ//এসআই/বিআই/২৮ জানুয়ারি, ২০১৮