স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি শিবমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালি খাল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
উদ্ধার হওয়া শিবমূর্তিটি ওজন প্রায় ১৮ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা বলছে র্যাব।
শনিবার সকালে শিবমূর্তিটি খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম।
তিনি বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে খাল থেকে ১৮ কেজি ওজনের কষ্টি পাথরের শিবমূর্তিটি উদ্ধার করে। কাউকে আটক করা না গেলেও শিবমূর্তিটি কোথা থেকে এবং কারা পাচারের উদ্দেশ্যে সেখানে এনে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
এইচ//এসআই/বিআই/২৬ জানুয়ারি, ২০১৮