স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিএনপি।
শনিবার (২০ জানুয়ারি) সকালে শহরের সরুই এলাকার জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আব্দুল হাই, মো. এস্কেন্দার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রবি, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা যুব দলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন। তাঁর আদর্শের গড়া জাতীয়তাবাদি দল আগামীতে ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান দেশে নেতৃবৃন্দ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
এজি//এসআই/বিআই/২০ জানুয়ারি, ২০১৮