স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
সারাদেশের মতো বাগেরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা।
মেলায় সরকারি-বেসরকারি ৭৫টি দপ্তর, বিভাগ ও প্রতিষ্ঠান তাদের গৃহীত বহুমুখী উন্নয়ন ও সেবা কার্যক্রম তুলে ধরে ভিডিও এবং স্থির চিত্র প্রদর্শন করছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শহরের জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
এরআগে উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষ্যে শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রমুখ।