স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
নতুন ক্লাস, নতুন বই। সোমবার বছরের প্রথম দিন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। আয়োজন করা হয় বই উৎসবের।
সারাদেশের মতো জেলার সকল বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই পেয়েছে। বই পেয়ে উচ্ছ্বসিত ছিল শিশুরা।
সোমবার (১ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এছাড়া প্রতিটি বিদ্যালয়েই উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকতার সাথে বই বিতরণ কর্মসূচি পালন করে।
শহরের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয়গুলোতে ছিল উপচে পড়া ভিড়। বছরে প্রথম দিন নতুন বই হাতে উচ্ছ্বসিত সবাই।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, এ বছর প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালের শিক্ষার্থী মিলিয়ে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩২ লাখ নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এজি//এসআই/বিআই/১ জানুয়ারি, ২০১৮