স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে বাসের ধাক্কায় আক্কাস ফকির (৩৬) নামে এক নছিমন আরহীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় সবজি বিক্রেতা।
রোববার (১৯ নভেম্বর) সকালে বাগেরহাট-খুলনা সড়কে সদর উপজেলার শ্রীঘাট এলাকার ফুলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস ফকির বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে। তিনি বাগেরহাট বাজারসহ বিভিন্ন হাটবাজারে সবজি বিক্রি করে সংসার চালাতেন।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সড়কের ওই এলাকায় পৌঁছে সবজি বোঝাই একটি নছিমনটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কায় নছিমনের চালক আক্কাস ফকির ছিটকে গাড়ির নিচে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
‘নিহত আক্কাস সিএন্ডবি বাজার সবজি আড়ৎ থেকে বিভিন্ন প্রকার সবজি কিনে নিজেই নছিমন চালিয়ে শহরে ফিরছিলেন। এসময় পেছন থেকে আসা বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’
দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে ফেলে চালক ও তার সহকারি পালিয়ে যায়।
এজি//এসআই/বিআই/১৯ নভেম্বর, ২০১৭