মঙ্গলবার দেশ ব্যাপি ১৮ দলের হরতালে বাগেরহাটে ভোরে মিছিল করেছে হরতাল সমর্থকরা।
ভোরে হরতালের সমর্থনে শহরের ভিআইপি মোড় থেকে মিছিল বের করে হরতাল সমর্থকরা। তারা মিছিল সহকারে সেথান থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় সমাবেশ করে।
এ সময় রাজপথে বসে ও শুয়ে নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এদিকে, হরতাল সফল করতে মংলা-খুলনা মহাসড়কের বিভিন্নস্থানে পিকেটিং করেছে জামায়াত-শিবির। মহাসড়কের দিগরাজ, ভরসাপুর, সোনাতুনিয়া, ভাগা, ফয়লা ও কাটাখালী এলাকায় ভোর থেকে শিবির কর্মীরা অবস্থান নিয়ে পিকেটিংয়ের ফলে সকাল থেকে এ সকল রুটে যান চলাচল ছিল সম্পূর্ণ বন্ধ অবস্থায়।
তবে হরতালেও মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস কাজ স্বাভাবিক ছিল বলে জানন বন্দর কর্মকর্তা।
জেলা সদরের কোথাও বড় ধরণের কোন সহিংসতা বা সংঘাতের খবর পাওয়া যায় নি।
এদিকে হরতালে কারনে বন্ধ ছিল সব ধরনের যান চলাচল ও শহরের দোকানপাট।