স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘বিএনপি এখন ইমেজ সংকটে ভুগছে। তারা রাজনীতির চোরা গলি দিয়ে ক্ষমতায় আসতে চায়।’
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘মুক্তিকামী মানুষের প্রেরণার বাণী’ শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মোমেরিজ অব দ্যা ওয়ার্ল্ড ইন্টার ন্যাশনাল রেজিষ্টার এ অন্তর্ভুক্তি হওয়ায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
এ্যাড. রেজাউল বলেন, বিগত দিনে বিএনপি আন্দোলন সংগ্রামের নামে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাই বাংলার জনগণ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে।
‘আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাইব্রিড নেতারা দলের ভেতরে ঢুকে যেন দলের ক্ষতি না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।
জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহসভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ, ব্যারিষ্টার ওবায়দুর রহমান, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী প্রমুখ।
এজি//এসআই/বিআই/০৭ নভেম্বর, ২০১৭