স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
‘ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব গড়ে তুলুন’ স্লোগানে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপিত হয়েছে।
এরঅংশ হিসেবে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে শহরে লাল পতাকা মিছিল বের করা হয়। অক্টোবর বিপ্লব উদযাপন কমিটি বাগেরহাট জেলার উদ্যোগে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অক্টোবর বিপ্লব উদযাপন কমিটির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক চৌধরী আব্দুর রব।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান। কমিটির সদস্য সচিব ফররুখ হাসান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবি’র জেলা কমিটির সভাপতি অ্যাড. তুষার কান্তি বসু, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সম্পাদক তুষার কান্তি দাস, নাট্যব্যক্তিত্ব শেখ নজরুল ইসলাম প্রমুখ। এরআগে কবিতা ও গণসঙ্গীত পরিবেশিত হয়।
এছাড়া অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালনের অংশ হিসেবে বাগেরহাটে সেমিনার, পুস্তিকা প্রকাশনা ও মঞ্চ নাটক মঞ্চাস্থ হয়।
এইচ//এসআই/বিআই/৩১ অক্টোবর, ২০১৭