স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
ছোট ছোট ডিঙি নৌকায় ব্যতিক্রমী এক নৌকাবাইচ অনুষ্ঠিত হল বাগেরহাটে।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঐতিহাসিক ঘোড়াদিঘিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
বিশ্ব পর্যটন দিবস পালনের অংশ হিসেব দিঘিতে ডিঙি নৌকার ব্যতিত্রমী এ বাইচের আয়োজন করে বাগেরহাটের জেলা প্রশাসন। এতে অংশ নেয় চৌদ্দ হাত লম্বা মোট চোদ্দটি নৌকা।
ব্যতিক্রমি এ বাইচ দেখতে সকাল থেকে দিঘি চারপাশে ছিল উপচে পড়া ভীড়। শিশু, কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাদের পদচারনায় উৎসব মুখর হয় ঘোড়া দিঘির পাড়।
এর আগে পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্র অনুষ্ঠিত হয়। বাগেরহাট শহরের সাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত নারী সংসদ সদস্য হেপী বড়াল, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো, মামুন উল হাসান, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এইচ//এসআই/বিআই/১২ অক্টোবর, ২০১৭