স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপালে বজ্রপাতে ভূষণ পাল (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে আকষ্মিক বজ্রপাতে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বুধোরডাঙ্গা বিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ভূষণ পাল বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের প্রয়াত প্রফুল্ল পালের ছেলে।
বজ্রপাতে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- নিহত ভূষণ পালের বড় ভাই প্রকাশ পাল (৪৮), দক্ষিণ খানপুর গ্রামের গোসাই পাল (৪৮) ও শংকর পাল (৪৫)।
আহত প্রকাশ পাল বলেন, চলতি আমন মৌসুমে ধানের চারা রোপনের জন্য আমরা ৪ জন স্থানীয় বাইনতলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের বুধোরডাঙ্গা বিলের জমিতে কাজ করছিলাম।
বিকাল চারটার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আকষ্মিক বজ্রপাত হয়। এতে আমরা আক্রান্ত হই।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ইমরান মোহম্মদ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে সাতটার দিকে বজ্রপাতে আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ভূষণ পাল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় আমরা পাই।
অপর ৩ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বজ্রপাতের আলোক রশ্মিতে আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থান সামান্য ঝলসে গেছে। তবে তারা শংকামুক্ত বলে জানান তিনি।
এজি//এসআই/বিআই/১১ সেপ্টেম্বর, ২০১৭