স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোল্লাহাটে মহাসড়কের পাশের একটি গাছ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানালেও পুলিশ পরিচয় নিশ্চিত করতে পারেনি।
মোল্লাহাট থানার ওসি আ স ম খায়রুল আনাম বলেন, চাঁদেরহাট এলাকায় একটি যাত্রীছাউনির পাশে অর্জুনগাছে গলায় গামছা দিয়ে ঝুলন্ত ছিল মরদেহটি।
‘তার পরনে চেক লুঙ্গি, ঘিয়ে রং হাফহাতা জামা রয়েছে। গায়ের রং কালো। কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন অথবা কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যেতে পারে।’
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, মোল্লহাট উপজেলার গাওলা ইউনিয়নের চাঁদেরহাট ও গাওলা গ্রামের লোকজন মরদেহটি দেখেছে। তবে তারা কেউ তার পরিচয় জানাতে পারেনি। দূরে কোথাও বাড়ি বলে মনে হচ্ছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এরআগে, গত ২৫ আগস্ট ফকিরহাট উপজেলার সাধের বটতলা এলাকায় একই মহাসড়কের পাশ থেকে গলায় ওড়না প্যাচানো অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ৬ দিন পর পরিবারের সদস্যরা ছবি দেখে মরদেহটি রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার মজিদ শেখের মেয়ে শিরিনা বেগমের বলে সনাক্ত করে।
এজি//এসআই/বিআই/০৬ সেপ্টেম্বর, ২০১৭
** সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার