স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোল্লাহাটে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কে মোল্লাহাট উপজেলার দেরবোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল শেখ (৪০) উপজেলার গাংনী ইউনিয়নের মাতারচর গ্রামের বেলায়েত শেখের ছেলে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ইজিবাইকটি গাংনী এলাকা থেকে যাত্রী নিয়ে মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিল। পথে সড়কের ওই এলাকায় পৌঁছালে সবজি বোঝাই একটি পিকআপ (মাঝারি আকৃতির ট্রাক) ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক কামরুল মারা যান।
আহত হন ইজিবাইকে থাকা তিনজন। এদের মধ্যে দু’জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাটে চিকিৎসাধীন দু’জন হলেন- হাসিম মিঞা ও ছালিম মিনা। আহত অপর আরেক জনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
এরআগে গত রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি নামক স্থানে মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক নারীকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই রুব্বান বিবি (৩৫) নামে ওই নারীর মৃত্যু হয়।
এজি//এসআই/বিআই/০৪ সেপ্টেম্বর, ২০১৭