স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে ঈদুল আজহার প্রধান ও সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় প্রথম জামাতের পর আরও দুটি ঈদ জামাত হবে ষাটগম্বুজ মসজিদে। যথাক্রমে সকাল ৮টা ও পৌনে ৯টায় দ্বিতীয় ও তৃতীয় জামাত হবে।
প্রতিবারের মত এবারও ষাটগম্বুজ মসজিদে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন বলে আশা কর্তৃপক্ষের। ঈদের নামাজকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
দীর্ঘদিন ধরে ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদে ঈদের জামাতে স্থানীয় মুসল্লি ছাড়াও দেশী বিদেশী পর্যটকরা নামাজ আদায় করে আসছেন।
বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে সকাল ৭টা ৩০ মিটিটে ঈদের প্রথম জামাতের পর ৭টা ৩৫ থেকে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ হবে।
সকাল ৭টা ৩৫ মিনিট শহরের আলিয়া মাদ্রাসা ঈদগাহ, খারদ্বার ঈদগাহ, পুরাতন কোর্ট মসজিদ, সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, পাগলপীর জামে মসজিদে, ৭টা ৪০ মিনিটে মিঠা পুকুরপাড় জামে মসজিদে, ৭টা ৪৫ মিটিটে নতুন কোর্ট জামে মসজিদে ও ৮টায় হযরত খানজাহান (রহ:) মাজার জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
এইচ//এসআই/বিআই/০১ সেপ্টেম্বর, ২০১৭