স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) শহরের হরিসভা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অখিলেশানন্দ।
পরে মন্দির প্রাঙ্গণে পুজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত নারী সংসদ সদস্য হেপী বড়াল, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবণীশ চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়।
সভা শেষে নানা বাদ্যযন্ত্র সহকারে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বিরা শহরে মঙ্গল শোভাযাত্রা বের করে।
এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দীরে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এজি//এসআই/বিআই/১৪ আগস্ট, ২০১৭