স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
পূর্ব বিরোধের জেরে বাগেরহাটে আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
শনিবার (১২ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকায় সংঘর্ষের পর আহত উভয়পক্ষের ৪ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন পূর্ব বাসাবাটি এলাকার ইমরান শেখ (২১), সাব্বির শেখ (২২), কোরবার আলী (২৪) ও সোহেল শেখ (২২)। তারা সবাই আওয়ামী লীগের কর্মী-সমর্থক।
এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার (১৩ আগস্ট) সকালে চারজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- শেখ আব্দুল মান্নান, মো. আব্দুল বারেক, সৈয়দ মুছাব আলী ও জাহিদুল ইসলাম। তাদের সবার বাড়ি পূর্ব বাসাবাটি এলাকায়।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে সোহেলের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আহতদের কে, কোন পক্ষের তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, এক বছর ধরে পূর্ব বাসাবাটি এলাকার আওয়ামী লীগ সমর্থক শেখ আব্দুল মান্নান ও কোরবান আলীর মধ্যে বিরোধ চলছিল।
এর জেরে শনিবার রাতে ওই এলাকায় উভয়পক্ষের ১০/১২ জন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
ওসি জানান, আহতদের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। দলীয় কোন পদ না থাকলেও তারা সবাই আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে পরিচিত।
হামলায় জড়িত থাকার সন্দেহে আটক চারজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এজি//এসআই/বিআই/১৩ আগস্ট, ২০১৭