স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট সদর উপজেলার মৎস্য চাষীর নিয়ে গড়া ৮টি গ্রুপকে মাছ চাষের বিভিন্ন সহায়ক উপকরণ প্রদাণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
সোমবার (৭ জুলাই) বিকেলে শহরের খারদ্বার এলাকার ব্র্যাক কার্যালয়ে গ্রুপ ভিত্তিক চাষিদের ৮টি করে উপকরণ প্রদাণ করা হয়। যার মধ্যে রয়েছে ঘেরের পানি পরিমাপ, লবণাক্ততার মাত্রা নির্ণয়, মাছের খাবার ও ওজন নির্ণয় সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাা মো নুরুল হাফিজ। তিনি চাষীদের মাঝে ওই সহায়ক উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, প্রকল্প ব্যবস্থাপক ধীমান গাইন প্রমুখ।
ধীমান গাইন বলেন, উপকলীয় প্রান্তিক জনগোষ্ঠিকে আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় মাছ চাষিদের প্রশিক্ষণের পর তাদের এই উপকরণ প্রদান করা হচ্ছে। যা মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
স্পানিশ ব্যাংক লা-কাইজা ফাউন্ডেশনের অর্থায়নে সে দেশের এনজিও আইডা ও বাংলাদেশের ব্র্যাক যৌথ্যভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
এইচ//এসআই/বিআই/০৭ আগস্ট, ২০১৭