স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাদিউজ্জামান হিরোকে (৪৪) পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের হাড়িখালীর বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে হিরোকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ তার স্ত্রী জেন্নিয়া সুলতানা অন্তরার।
তবে গ্রেপ্তার বা তুলে নেওয়ার কথা স্বীকার করেনি পুলিশ।
জেন্নিয়া সুলতানা বলেন, ‘মোটরসাইকেলে করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমাদের বাসায় সাদা পোশাকে চার ব্যক্তি আসেন। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার স্বামীকে তাদের সঙ্গে মোটরসাইকেলে তুলে নিয়ে যান।’
‘পরে ডিবি পুলিশের কার্যালয়ে গিয়ে তাকে দেখতে পাই। আমার স্বামী কচুয়া ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যপক। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।’
তিনি আরও বলেন, বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে তা বলেনি তারা। পরে ডিবি কার্যালয়ে গেলে সেখান থেকে বলা হয়, আপনার স্বামী বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি কলেজ শেষে গোপন বৈঠক করেছে।
‘রাত সাড়ে ৯টা পর্যন্ত আমি ডিবির কার্যালয়ে ছিলাম। কিন্তু পুলিশ তাকে ছাড়েনি’ বলেন জেন্নিয়া।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় রোববার রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদককে বলেন, ‘এই নামে কোন বিএনপি নেতাকে গ্রেপ্তারের কথা আমার জানা নেই।’
এরআগে সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রেজাউল করিমও ওই বিএনপি নেতাকে গ্রেপ্তারের কথা `অস্বীকার’ করেন।
এজি-এইচ//এসআই/বিআই/০৭ আগস্ট, ২০১৭